শেখ হাসিনা সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে থাকা ১ কোটি ২৭ লাখ টাকার বনানীর বিলাসবহুল ফ্ল্যাট এবং ১৭টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে ১০ কোটি ৬৫ লাখ টাকা।
সোমবার (২৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। আদালত জারিফ হামিদের বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা দিয়েছেন।
দুদকের দেওয়া তথ্যে জানানো হয়েছে, জারিফ হামিদের নামে রয়েছে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং তার ফ্ল্যাটের প্রদর্শিত মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। তার এসব সম্পদের উৎস নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে দুদক। এর আগে, ১৬ জানুয়ারি নসরুল হামিদ এবং তার স্ত্রী সীমা হামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত। দুদকের অভিযোগ, প্রতিমন্ত্রী থাকাকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী ও ছেলের নামে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
গত বছরের ২৬ ডিসেম্বর, দুদক নসরুল হামিদ, তার স্ত্রী এবং ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়, ৯৮টি ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেন এবং প্রায় ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং দুর্নীতিবিরোধী মহল এটিকে দেশের আর্থিক শৃঙ্খলার জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।