গত ১৫ বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি—একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ডিএসসিসির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে কয়েকটি প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে এবং সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহ করেছে।
তদন্তাধীন প্রকল্পগুলোর তালিকায় যেগুলো রয়েছে:
এছাড়া, ঢাকা শহরে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ নির্মাণ প্রকল্পেও অনিয়মের প্রমাণ মিলেছে। দুদকের তদন্ত দল দেখতে পায়, যেখানে স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণকেন্দ্র থাকার কথা, সেখানে এখন আনসারদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ডিএসসিসি ২০০৯-২০২৪ সাল পর্যন্ত প্রকল্পগুলোর অনিয়ম খতিয়ে দেখতে একাধিক তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মিলেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়—এবার কি দুর্নীতির লাগাম টানতে পারবে প্রশাসন? অপেক্ষা করছে গোটা দেশ।