









খুলনায় অভিযান: চার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

- আপডেট সময় ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
খুলনায় পুলিশের তালিকাভুক্ত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। গ্ৰেপ্তারকৃতরা হলেন—সাকিবুর রহমান ওরফে জিতু, জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন এবং সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার কুতুব উদ্দিন জানান, পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে অভিযান চলছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ও মাদক মামলাসহ ১৪টি মামলা রয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে, যার মধ্যে একটিতে সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। শাওনের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ ৬টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট