









নওগাঁয় ভুয়া পুলিশ চক্রের ৪জন গ্রেপ্তার

- আপডেট সময় ১৮ ঘন্টা আগে
- / ১০ বার পড়া হয়েছে
নওগাঁয় ডিএমপি পুলিশের ইউনিফর্ম, ডিবি জ্যাকেট, ২টি হ্যান্ডকাপ,২টি ডেমো শর্টগান ও ১টি ডেমো পিস্তলসহ এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস জলিল চত্বর এলাকায় একটি মাইক্রোবাস আটক করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ঢাকার নয়ানগরের সাবরিনা, বড় মগবাজারের ফুল মিয়া, নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম জিন্নাত ও দিগলীয়ার দ্বীন ইসলাম।
পুলিশ সুপার সাফিউল সারোয়ার বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করে—শুটিংয়ের জন্য এসব সরঞ্জাম ঢাকা এফডিসি থেকে ভাড়া করেছে। তবে জিঙ্গাসাবাদে জানাযায় , সাবরিনা তার কর্মচারী মান্দা থানার গোবিন্দপুর এলাকার সোহেল রানাকে অপহরণের পরিকল্পনা করেছিল। অর্ ওই কর্মচারীর বিরুদ্ধে অথ ও অফিসিয়াল ডকুমেন্ট আত্মসাতের জন্য ঢাকায় মামলাও করেছেন তিনি।
পুলিশ সুপার জানান, সাবরিনার পরিকল্পনা অনুযায়ী বাকি তিনজন সহযোগী হিসেবে যুক্ত হয়ে ভুয়া পুলিশ সেজে অপহরণের চেষ্টা করছিল। কিন্তু পথে পুলিশের তল্লাশিতে ধরা পড়ে যায়।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
প্রিন্ট