রাজধানীর উত্তর মানিকনগর এলাকায় মঙ্গলবার (২১ জানুয়ারি) অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একটি অভিযান পরিচালনা করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উত্তর মানিকনগরের বালুর মাঠ পাকা রাস্তায় অবস্থিত প্রায় ১৩টি বাড়িতে অবৈধভাবে স্থাপিত ৭৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে সংযোগ সংশ্লিষ্টদের কাছ থেকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া, একই দিনে রামপুরায় অবস্থিত এইচ টি এইচ রিফুয়েলিং স্টেশনে এলপিজি গ্যাস লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।