প্রথম আলো-ডেইলি স্টার হামলায় সরকারের ভেতরের অংশের সংশ্লিষ্টতা আছে: নাহিদ ইসলাম
জমজ সন্তানদের নাম রাখা হলো শহীদ ওসমান-হাদির নামে
বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড, দেশে ভরি কত
বাংলাদেশ-ভারতের উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান রাশিয়ার
পশ্চিম তীরের শহর ঘিরে বসতবাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা
মার্কিন অভিযানে ভেনেজুয়েলা উদ্বেগে বাড়ছে তেলের দাম
সংঘাত বন্ধে আলোচনায় বসতে রাজি থাইল্যান্ড ও কম্বোডিয়া
দল বিলুপ্ত করে বিএনপিতে আরও এক নেতা
ভোটাধিকার কারও দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার: প্রধান উপদেষ্টা
নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় লুটের টাকায় টিভি-ফ্রিজ কিনেছেন নাইম: ডিএমপি
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
রাজধানীতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। তাঁদের মধ্যে মো. নাইম নামে এক ব্যক্তি একাই প্রায় দেড় লাখ টাকা লুট করে এবং ঐ অর্থ দিয়ে টিভি ও ফ্রিজ কেনা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তি ও মিন্টো রোডে ডিএমপির সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রেস অফিস জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মো. নাইম (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, তিনি মোট এক লাখ ২৩ হাজার টাকা লুট করেছেন। এর মধ্যে উদ্ধার করা হয়েছে পঁচিশ হাজার টাকা। লুটের অর্থ দিয়ে মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনা হয়, যা পরে পুলিশ জব্দ করেছে। ডিএমপি জানায়, এই ঘটনায় গ্রেপ্তার অন্যরা হলেন আকাশ আহমেদ সাগর, আব্দুল আহাদ, মো. বিপ্লব, নজরুল ইসলাম মিনহাজ, মো. জাহাঙ্গীর, সোহেল রানা, মো. হাসান, রাসেল সাকিল, আব্দুল বারেক শেখ আলামিন, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম, প্রান্ত সিকদার ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, প্রথম আলো ইতোমধ্যে মামলা করেছে এবং দ্য ডেইলি স্টারের মামলার প্রক্রিয়া চলছে। ক্ষয়ক্ষতির হিসাব শেষে তারা মামলা দেবে বলে জানিয়েছে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে চারটি আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, দুটি সংবাদপত্রে হামলার ঘটনায় থানায় ১৩ জন, সিটিসি তিনজন এবং ডিবি একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ডিএমপির এই কর্মকর্তা জানান, হামলার ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, যা পুলিশের জন্য বড় সফলতা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টার ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় একদল দুষ্কৃতকারী। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার নিরাপত্তা অধ্যাদেশে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
প্রিন্ট


























