









সরকারি চাকরি জালিয়াতি: জামালপুরে মুক্তিযোদ্ধা শ্বশুরের নামে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি

- আপডেট সময় ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ১০১ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক অভিযোগে উঠে এসেছে, মুক্তিযোদ্ধা শ্বশুরকে পিতা হিসেবে জালিয়াতি করে সরকারি পদে নিয়োগ পেয়েছেন মাফিয়া আক্তার মিতু। তিনি ভাটারা ইউনিয়নের ৬১নং মইশাবাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তদন্তে জানা গেছে, ২০১৬ সালে স্বামী খায়রুল ইসলাম খোকনের মুক্তিযোদ্ধা পিতার নাম ব্যবহার করে তিনি চাকরিতে যোগদান করেন। বিয়ের আগে এসএসসি রেজিস্ট্রেশনে জন্মদাতা পিতার নাম উল্লেখ থাকলেও, পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্রে শ্বশুরের নাম যুক্ত করেন মিতু।
স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সরিষাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তদন্ত হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলে নিশ্চিত করেছেন জামালপুর জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মাফিয়া আক্তার মিতু বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তার ভাসুর শফিকুল ইসলাম বলেন, “মিতু আমার বাবা (মুক্তিযোদ্ধা আব্দুর রহমান) এর নাম ব্যবহার করে ভুয়া কাগজপত্র জমা দিয়েছে। এটি আমাদের পরিবারের জন্য অমর্যাদাকর।”
প্রিন্ট