বাংলাদেশ ব্যাংক ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কর্মকর্তাদের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সোমবার (২৪ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ একটি নির্দেশনা প্রকাশ করেছে এ বিষয়ে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, ২০২২ সালের ২৯ মে ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে প্রশিক্ষণ, স্টাডি ট্যুর, এক্সপোজার ভিজিট, সভা ও সেমিনারে অংশগ্রহণের জন্য ভ্রমণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন, ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তারা অফিসিয়াল কাজে অত্যাবশ্যক বিদেশ ভ্রমণের জন্য তাদের প্রতিষ্ঠানের নির্ধারিত নীতির আওতায় যথাযথ অনুমোদন নিয়ে ভ্রমণ করতে পারবেন। তবে, বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করা অব্যাহত রাখতে হবে।