ভারত থেকে বাংলাদেশে আরও ৯ হাজার ৫০০ টন চাল এসেছে। খাদ্য অধিদফতর এই চালের আমদানির ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, গত ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির (প্যাকেজ-৫) মাধ্যমে ভারত থেকে ৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল নিয়ে এমভি ইয়াং সেং ১৫১ জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দ্রুত চাল খালাসের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছেছে।