সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াহ ভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়েছে। ব্যাংকগুলো পরিচালনার জন্য ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ভেঙে ফেলা ব্যাংকগুলো হলো এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামিক ব্যাংক। আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই পাঁচ ব্যাংকের মধ্যে চারটির মালিকানা ছিল এস আলমের হাতে। অন্য একটি ব্যাংকের মালিকানা ছিল নজরুল ইসলাম মজুমদারের। সেই সময় ব্যাংকগুলো থেকে নানান নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়। এর ফলে ব্যাংকগুলোর আর্থিক স্থিতি দুর্বল হয়ে পড়ে। এর ফলে গ্রাহকদের জমা রাখা অর্থ ফেরত দিতে পারা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এই ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। সরকারের পক্ষ থেকেও এর অনুমোদন এসেছে।