বাংলাদেশ ব্যাংক ই-কমার্স রপ্তানির ক্ষেত্রে ঘোষণাবিহীন রপ্তানির সীমা দ্বিগুণ করেছে। এখন থেকে ই-কমার্স ব্যবসায়ীরা ১ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা পর্যন্ত ঘোষণা ছাড়াই রপ্তানি করতে পারবেন, যা আগে ছিল ৫০০ ডলার। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) থেকে এই সংক্রান্ত দুটি আলাদা নির্দেশনা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত ক্ষুদ্র ও অনলাইন রপ্তানিকারকদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেনের ক্ষেত্রে আরও উৎসাহ যোগাবে বলে মনে করা হচ্ছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ঘোষণামুক্ত এসব রপ্তানি থেকে অর্জিত অর্থ এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এর মাধ্যমে দেশে আনা যাবে। এর ফলে, রপ্তানিকারকরা সরাসরি তাদের ডিজিটাল ওয়ালেট বা অ্যাকাউন্টে রপ্তানি আয় গ্রহণ করতে পারবেন। এর আগে, এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির আয় ফেরত আনার অনুমতি পেত। নতুন নির্দেশনা জারির ফলে তাদের কার্যক্রম এখন স্বল্পমূল্যের পণ্য রপ্তানি আয় পর্যন্ত বিস্তৃত হলো। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়ে দিয়েছে, এসব লেনদেনের জন্য অনুমোদিত ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট নিয়মনীতি মেনে চলতে হবে।