বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নাঈম রহমান (ব্যাচ–১৯) নিখোঁজ রয়েছেন। পরিবারের ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার (৯ নভেম্বর) অফিসে উপস্থিত ছিলেন। তবে দুপুরের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সূত্র বলছে, গতকাল দুপুর ১২টায় তিনি বাংলাদেশ ব্যাংকের অফিসে এসেছিলেন এবং কিছুক্ষণ পরে নিজের ব্যাগ ও পরিচয়পত্র টেবিলে রেখে কোথাও যান। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মোবাইল ফোন ট্র্যাকিং অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২:৫৩ মিনিটে তার সর্বশেষ অবস্থান ছিল রাজধানীর সায়দাবাদ এলাকায়। ওই সময় তিনি তার ব্যাচের একজন সহকর্মীর কাছে একটি শেষ বার্তা পাঠিয়েছিলেন। তার বার্তার ভাষা থেকে বোঝা যায়, ব্যক্তিগত বা আর্থিক সমস্যার কারণে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। শেষ বার্তায় তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরি জোগাড় করে দেওয়ার অনুরোধ করেন, “এটাই হয়তো আমার শেষ চাওয়া।” বার্তার ভাষা দেখে পরিবারের ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তারা মনে করছেন হয়তো তিনি আত্মগোপনে গেছেন বা কোনও অঘটনের শিকার হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বিগ্ন। নাঈম রহমানের মা, স্ত্রী, এক কন্যা ও ছোট বোন আছেন—তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী। যদি কেউ তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনও তথ্য জানেন, তাহলে নিকটস্থ পুলিশ স্টেশন বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।