আসন্ন রমজানে পণ্যের মূল্য হ্রাস রাখতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, রোজার পূর্বেই চাল ও গম আমদানি করা হবে। এলসি খোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আরও নমনীয় অবস্থানে এসেছে। রমজানে সামগ্রীর দাম কম রাখতে এখনই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিলেটের ওসমানী বিমানবন্দরের উন্নয়ন কর্মসূচিও চালানো হবে বলে তিনি জানান। পাশাপাশি, কক্সবাজার দোহাজারি রেল প্রকল্পের মেয়াদও বৃদ্ধি করা হবে।
পুলিশের জন্য বডি ক্যামেরা সংগ্রহ সংক্রান্ত বিষয়ে তিনি জানান, বডি ক্যামেরা কেনার বিষয়টি আলোচনা চলমান রয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় কেনা হবে, তা নিশ্চিত করা হবে। আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা জানানো হলেও, এই সংখ্যা কমতে পারে। এর পাশাপাশি, ১৭ হাজার শটগান আনসারে যোগ হবে, যা খুবই সুলভ মূল্যে কেনা হবে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, আইএমএফ নতুন কোনো শর্ত দেয়নি। আমাদের সামগ্রিক কাজকর্মে তারা মোটামুটি সন্তুষ্ট।