দেশের বাজারে আবারও কমল স্বর্ণের মূল্য। ভরিতে ১৩৬৪ টাকা হ্রাস করে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হলো ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য বুধবার থেকে কার্যকর হবে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমার ফলে পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকা নির্ধারিত হয়েছে। এসব মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। এর আগে, ১৫ নভেম্বর ভরিতে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। চলতি বছর এটি স্বর্ণের দামের ৭৮তম সমন্বয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৩ বার এবং কমেছে ২৫ বার। ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে।