বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ (বিদ্যুতের দাম) পর্যালোচনায় ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. কামরুল আহসানকে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মান।
কমিটি বাতিল হওয়া বিশেষ বিধান আইনের অধীন বিদ্যুৎ ও জ্বালানি চুক্তিগুলোর ট্যারিফ কাঠামো পর্যালোচনা ও সুপারিশ করবে। এছাড়া ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তি নিয়ে পুনরায় আলোচনা ও সুপারিশ করার দায়িত্বও তাদের ওপর দেওয়া হয়েছে।
কমিটি গঠনের বিষয়ে বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, চুক্তি পর্যালোচনা কমিটির মতামতের ভিত্তিতেই ট্যারিফ পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “ব্যবসায়ীদের মুনাফার হিসাব না করে শুধু দর-কষাকষি সুযোগ তৈরি করা সঠিক নয়।“