ভারত থেকে ১৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করেছে সরকার। রোববার (৭ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই অনুমোদন দেয়া হয়। মোট ৫০ জন আমদানিকারককে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনো আমদানিকারকই একসাথে ৩০ টনের বেশি পেঁয়াজ আমদানি করতে পারবেন না। এছাড়াও, কেউ দ্বিতীয়বারের জন্য আমদানির আবেদন করতে পারবেন না। এই অনুমতি বা আইপির মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর আগে শনিবার রাতে কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমতি থাকবে। বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে পুনরায় নির্দেশনা না আসা পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়। গত কয়েক দিন ধরে হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত সপ্তাহের দুই-তিন দিনের মধ্যে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আমদানির খবর পেয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দাম কমে গেছে। বাজারে পেঁয়াজ প্রবেশ করলে দাম আরও কমবে বলে ধারণা করা হচ্ছে।