স্বাধীনতার ৫৪ বছর পর ঘর পেলেন বীরাঙ্গনা যোগমায়া মালো
ভারতকে নাহিদ ইসলামের কড়া বার্তা
দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে চিঠি
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
আমরা নিরাপদ না থাকলে, শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল ঢাকার মার্কিন দূতাবাস
বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
হাদিকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির স্ত্রীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড
‘৭১-এর অপশক্তির এজেন্টরা স্বাধীনতা বিপন্নের চক্রান্তজাল বুনে চলেছে’
ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার অনুমোদন
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৮ বার পড়া হয়েছে
সরকার ভারতের কাছ থেকে ৫০ হাজার টন চাল সংগ্রহের অনুমতি দিয়েছে। এই চালের প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা। সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই সভার সভাপতিত্ব করেন। জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য দেশের জরুরি প্রয়োজন ও জনস্বার্থে আন্তর্জাতিক বাজার থেকে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ’ অনুমোদন দিয়েছে। দেশের খাদ্য মজুত বৃদ্ধি ও সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখতে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে মোট ছয়টি দরপত্র জমা পড়ে। সবগুলো প্রস্তাবই আর্থিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য। ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৮ এর অধীনে এই চাল কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার। ফলে মোট খরচ হবে ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। প্রতি কেজি চালের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা।
প্রিন্ট



























