









“এখনই সিনেমা থেকে অবসরে যাচ্ছি না: বর্ষা

- আপডেট সময় ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, পরিবারের কথা চিন্তা করে এই পদক্ষেপ নিয়েছেন। বর্ষা বলেন, “আমার বড় ছেলে ১০ বছর এবং ছোট ছেলে ৭ বছর বয়সী। কয়েক বছর পরে বড় ছেলের বয়স ১৪-১৫ হবে। তখন যদি সে দেখে যে মা সিনেমার নায়িকা, তাহলে তার কী মনে হবে? এই চিন্তা থেকেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” তার এই ঘোষণায় সামাজিক মাধ্যমে বিপরীত প্রতিক্রিয়া দেখা গেছে, কিছু মানুষ তার সিদ্ধান্তকে সমর্থন জানালেও অন্যরা সমালোচনা করেছেন। বর্ষা আবার জানিয়েছেন যে, তিনি এখনই অভিনয় ছাড়ছেন না। তার হাতে কিছু চলচ্চিত্র রয়েছে, সেগুলোর কাজ শেষ করার পরই অভিনয় থেকে দূরে যাবেন। সেই তিনটি চলচ্চিত্র হল ‘নেত্রী: দ্য লিডার’, ‘মাসুদ রানা’, এবং ‘কিল হিম-২’। তিনি বলেন, “এই চলচ্চিত্রগুলো শেষ করতে কিছু সময় লাগবে। আমি অভিনয় ছাড়বো, কিন্তু এখন নয়। এগুলোর শুটিং হতে বহু সময় লাগবে, সম্ভবত দুই-তিন বছর। এর পর আর নতুন সিনেমায় কাজ করব না।” বর্ষা জানিয়েছেন, তিনি এখন থেকে পরিবারকে বেশি সময় দিতে চান এবং চান সন্তানদের সঙ্গে অধিক সময় কাটাতে। তার মতে, “আমি আদর্শ মা হতে চাই। আমাদের দায়িত্ব হল তাদের সুন্দর স্থানে পৌঁছানো।” বর্ষা ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন, যেখানে তিনি অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেন। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেন এবং এরপর একাধিক সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন।
প্রিন্ট