









অভিনেত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের কারণে চাকরি খোয়ালেন সেই যুবক

- আপডেট সময় ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
অভিনেত্রী শবনম ফারিয়া সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার কারণে এক যুবকের চাকরি চলে গেছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ফারিয়া। ১৮ মার্চ তার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান একটি অশোভন মন্তব্য করে। এই মন্তব্যের পরপরই ফারিয়া ফেসবুকে এক পোস্ট করেন, যেখানে ওই যুবকের মন্তব্যের স্ক্রিনশট এবং ফেসবুক প্রোফাইলের ছবিও শেয়ার করেন। পরের দিন সাজিদা ফাউন্ডেশন বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয়। রবিবার সন্ধ্যায় ফারিয়া জানান, সাজিদা ফাউন্ডেশন থেকে তাকে জানানো হয়েছে যে রাকিবুলকে চাকরিচ্যুত করা হয়েছে। ফারিয়া একটি ইমেইল শেয়ার করে লেখেন যে, তিনি খুবই কৃতজ্ঞ যে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠান কীভাবে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, সাজিদা ফাউন্ডেশন তার একটি উদাহরণ স্থাপন করেছে। সহিংসতা শারীরিকের পাশাপাশি অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য কোনো ধরনের ভীতি প্রদর্শনের মাধ্যমেও হতে পারে, এবং কোনোটিই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
প্রিন্ট