বাগদান সম্পন্ন করেছেন কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। তাঁর পাত্রী একজন সেনা কর্মকর্তা, নাম সাবা সানজিদা রহমান। শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় এই বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বাগদান সম্পর্কে গায়ক তানজীব বলেন, সবাইকে এই বিষয়টি জানানোর মতো সুযোগ আমি পাইনি। ভাবছিলাম, বিয়ের সময় সবাইকে জানাবো। এখনো বিয়ের নির্ধারিত তারিখ হয়নি। কনের বিষয়ে তিনি বলেন, আমাদের সম্পর্কটা বেশ রোমাঞ্চকর, আমি একজন গায়ক এবং সে একজন আর্মি অফিসার।
আরো বলেন, আমার মনে হয় না, কোথাও বা কোনও দেশে আর্মি অফিসার ও গায়কের বিয়ে হয়েছে। ও আর্মিতে লং কোর্স করেছে। বর্তমানে লেফটেন্যান্ট পদে আছেন। তাদের বাসা ঢাকার ওয়ারীতে। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলেও, তানজীব আগে থেকেই সাবাকে চিনতেন। তবে তিনি জানতেন না যে, সে আর্মি অফিসার। পেশা জানার পর, বাগদান শেষে অনুভূতিতে একটু ভিন্নতা এসেছে তার।
উল্লেখ্য, ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে গানের জগতে প্রবেশ করেন তানজীব সারোয়ার। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ডুবে ডুবে’, ‘দিল আমার’, ‘কি মায়া’ ইত্যাদি।