খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
আগাম জামিন চাইবেন সামিরা
- আপডেট সময় ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
হাইকোর্টে আজ সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরা হক আগাম জামিনের জন্য আবেদন করবেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) তার বর্তমান স্বামী হাইকোর্টে এসে জামিনের শুনানির জন্য আইনজীবীর সঙ্গে আলোচনা করেন। সেই দিন সকাল ৯টার দিকে সামিরার স্বামী ইশতিয়াক আহমেদকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায়। এ সময় তিনি বেশ কিছু প্রবীণ আইনজীবীর সঙ্গে কথাও বলেন। এর আগে সালমান শাহর সাবেক স্ত্রী ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুরের জন্য গতকাল সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান সেই নির্দেশ দেন। ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম এই মামলা দায়ের করেন। মামলায় যাদের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা হলেন— সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুছি, বিতর্কিত ব্যবসায়ী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই, বাংলা চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডন। ডেভিড, জাভেদ ও ফারুক নামে তিনজনকেও আসামি করা হয়েছে, যাদের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর বিএফডিসি। আরও চারজনকেও আসামি করা হয়— তারা হলেন ফরিদপুরের রেজভী আহমেদ ওরফে ফরহাদ, রুবি, আ. ছাত্তার ও সাজু। মামলার পরিচালনায় জড়িত সূত্রগুলো বলছে, ১৩ অক্টোবর আদালতে প্রথম সাক্ষ্য দেন সালমান শাহর স্ত্রী সামিরা হক। এক সপ্তাহের মধ্যেই আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় এ হত্যা মামলাটি দায়ের হয়। এরপর থেকেই তিনি গা ঢাকা দেন বলে জানা যায়। তবে আজ তার স্বামী আদালতে উপস্থিত হয়ে জামিনের বিষয়ে আলোচনা করেন।
প্রিন্ট
















