হাইকোর্টে আজ সালমান শাহ হত্যা মামলার আসামি সামিরা হক আগাম জামিনের জন্য আবেদন করবেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) তার বর্তমান স্বামী হাইকোর্টে এসে জামিনের শুনানির জন্য আইনজীবীর সঙ্গে আলোচনা করেন। সেই দিন সকাল ৯টার দিকে সামিরার স্বামী ইশতিয়াক আহমেদকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায়। এ সময় তিনি বেশ কিছু প্রবীণ আইনজীবীর সঙ্গে কথাও বলেন। এর আগে সালমান শাহর সাবেক স্ত্রী ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুরের জন্য গতকাল সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান সেই নির্দেশ দেন। ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম এই মামলা দায়ের করেন। মামলায় যাদের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, তারা হলেন— সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুছি, বিতর্কিত ব্যবসায়ী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই, বাংলা চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডন। ডেভিড, জাভেদ ও ফারুক নামে তিনজনকেও আসামি করা হয়েছে, যাদের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর বিএফডিসি। আরও চারজনকেও আসামি করা হয়— তারা হলেন ফরিদপুরের রেজভী আহমেদ ওরফে ফরহাদ, রুবি, আ. ছাত্তার ও সাজু। মামলার পরিচালনায় জড়িত সূত্রগুলো বলছে, ১৩ অক্টোবর আদালতে প্রথম সাক্ষ্য দেন সালমান শাহর স্ত্রী সামিরা হক। এক সপ্তাহের মধ্যেই আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় এ হত্যা মামলাটি দায়ের হয়। এরপর থেকেই তিনি গা ঢাকা দেন বলে জানা যায়। তবে আজ তার স্বামী আদালতে উপস্থিত হয়ে জামিনের বিষয়ে আলোচনা করেন।