ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং আবারও বাংলাদেশের মাটিতে আসছেন—এই খবরেই যেন উচ্ছ্বাসে ভাসছে দেশের সংগীতপ্রেমীরা। প্রেম, ব্যথা এবং স্মৃতিমাখা গানের জাদুকর হিসেবে পরিচিত এই শিল্পীকে কেন্দ্র করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও উত্তেজনা। ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’ এবং ‘টিকিট টুমোরো’ প্ল্যাটফর্মের মাধ্যমে অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আগমনের ব্যাপারে অনলাইন প্রচারণা জোরদার হয়েছে। তবে এখনও নিশ্চিত নয় কখন তিনি সংগীতের মহোৎসবে অংশ নেবেন, এমনটাই জানানো হয়েছে। অরিজিৎ সিং এর ভক্তরা মনে করেন, তার কনসার্ট মানেই আবেগের ঢেউ। অনেকেই আগেভাগে পরিকল্পনা শুরু করে দিয়েছেন—কোথা থেকে টিকিট সংগ্রহ করবেন, কার সঙ্গে যাবেন, এমনকি কি পরবেন সেটাও নিয়ে আলোচনা চলছে। উল্লেখ্য, এটি অরিজিৎ সিংয়ের দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০১৬ সালে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করে দর্শকদের মন জয় করেছিলেন।