অন্তঃসত্ত্বা অবস্থায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কিছু নতুন ছবি প্রকাশ পাওয়ায় ভক্তদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভারতের অন্যতম সংবাদ সংস্থা আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকালে থেকেই মুম্বাইয়ে ক্যাটরিনার বাসার সামনে জড়ো হন পাপারাজিরা। অনেকক্ষণ অপেক্ষার পর তারা অভিনেত্রীর বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছু ছবি তুলতে সক্ষম হন। ছবিতে দেখা যায়, ক্যাটরিনা হালকা গোলাপি রঙের পোশাক পরা। তার মুখাবয়ব ও গড়নে মাতৃত্বের ছাপ স্পষ্ট। তবে ব্যক্তিগত মুহূর্তে এভাবেএগুলো ছবি তোলায় ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক ভক্ত লেখেন, ‘মানুষের ব্যক্তিগত জীবনকে হস্তক্ষেপ করা গুরুতর অপরাধ। বাড়ির ভেতরে ক্যামেরা তাক করা শোভন নয়।’ অন্য একজন মন্তব্য করেন, ‘এই ছবি দ্রুত সরিয়ে নেওয়া উচিত। পুলিশেরও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ ক্যাটরিনা এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর তিনি ভিকি কৌশলকে বিয়ে করেন। বিয়ের তিন বছর খানেকের মধ্যে, ২০২২ সালে, ৪২ বছর বয়সে তিনি প্রথম সন্তানের মা হতে চলেছেন এই বলিউড তারকা।