চিত্রনায়ক সালমান শাহ’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ‘চুয়াডাঙ্গা সালমান শাহ ভক্তবৃন্দ’ সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি নাফিসা সুরভির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত প্রধান অতিথি হিসেবে এবং শাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এই মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের প্রিয় নায়ক সালমান শাহ হত্যার বহু বছর পেরিয়ে গেলেও আসল দোষীদের শাস্তি এখনো হয়নি। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহ’র। এর পর তার মা নীলা চৌধুরীর আইনি লড়াইয়ের মাধ্যমে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। বর্তমানে সালমান শাহ’র স্ত্রী সামিরাসহ মোট ১১ জনের বিরুদ্ধে এই মামলা বিচারাধীন রয়েছে।