বলিউডের প্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে প্রায়ই বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। যদিও এ বিষয়ে তারা কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে কিছুদিন আগে এক পুরোনো সাক্ষাৎকার আবার আলোচনায় এসেছে, যেখানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে নিজেদের মতামত ব্যক্ত করেছিলেন ঐশ্বরিয়া। ২০০৯ সালে মার্কিন টেলিভিশন তারকা অপরা উইনফ্রের এক অনুষ্ঠানে অংশ নেন ঐশ্বরিয়া ও অভিষেক। সেই অনুষ্ঠান ছিল তাদের বিয়ের দুই বছর পরে। সেখানে তাদের বিয়ের কিছু মুহূর্ত দেখানোর পর সঞ্চালক হালকা মেজাজে বলেন, “এত সুন্দর করে বিয়ে করার পর যদি কখনো বিচ্ছেদ হয়, সেটা মানতে কষ্টকর হবে—তাই না?” এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঐশ্বরিয়া বলেন, “আমরা এমন ভাবনাগুলি মাথায় আনতেই চাই না। আমাদের জন্য বিয়ে মানে আজীবনের প্রতিশ্রুতি, পরিবারের সঙ্গে থাকার সুখই আসল।” ঐশ্বরিয়া ও অভিষেক ২০০৭ সালে বিয়ে করেন। তাদের এক কন্যাসন্তান আছে, যার নাম আরাধ্যা। সম্প্রতি ঐশ্বরিয়ার জন্মদিনে বচ্চন পরিবারে চুপচাপ থাকা বলিউডে নতুন করে গুঞ্জন সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে কেউ এখনো আনুষ্ঠানিক কিছু বলেননি।