, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

আরও ৯৮ বাচ্চার মা হতে চান পরীমণি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সবার মাঝে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তিনি একা মা হিসেবে দুই সন্তানকে বড় করছেন। যদিও তার কন্যা সন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে তিনি দত্তক নিয়েছেন, এ বিষয়টিও বেশ আলোচনা সৃষ্টি করেছে। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিজের দত্তক নেওয়া কন্যা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে সঞ্চালক জানতে চান, একজন ছেলে সন্তান থাকা অবস্থায় আপনি কেন কন্যা সন্তান দত্তক নিলেন। 이에 পরীমণি বলেন, তিনি চান আরও শত সন্তান হতে। আরও ৯৮টি সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা তার। তার কথায়, ‘আমাকে আরও ৯৮টা সন্তান নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি ১০০ জন সন্তানের মা হতে চাই। আল্লাহ যেন আমাকে এতটুকু সামর্থ্য দেন। অর্থাৎ বড় করার জন্য অনেক অর্থের প্রয়োজন, আমি বড় করার জন্যই চাই।’ একা কীভাবে সব দায়িত্ব সামলাবেন, এই প্রশ্নে তিনি বললেন, ‘আমি পারবো। বিশ্বাস করুন, আমি পারবো।’ এরপর তাকে প্রশ্ন করা হয়, দ্বিতীয় সন্তান প্রিয়মকে আপনি কোথায় পেলেন; তিনি ছোট করে বললেন, ‘আল্লাহ দিয়েছেন।’ নিজের সন্তানদের নিয়ে শো-অফের বিষয়েও তিনি মন্তব্য করেন, ‘তাহলে আমার সন্তানদের জন্য শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় পেজ থাকতো। সোশ্যাল মিডিয়া থেকে আয় হয়। ইউটিউব চ্যানেলও ছিল। সাহিম মোহাম্মদ পূণ্য, সাফিরা সুলতানা প্রিয়ম কোথায়? অনেক নায়িকা তো করেছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেকের রয়েছে সন্তানদের নামে পেজ।’ তিনি আরও বলেন, ‘আমি সেটার বিরুদ্ধে কিছু বলিনি, কারণ এটা অনেকেরই করতে ইচ্ছে হয়। তবে আমার ব্যক্তিগত পছন্দ রয়েছে, আমি কি করবো। ও কি চায়, সেটা আমি জানি না। আমি কি করে থাকবো, সেটাও জানি না। তাহলে আমি কি একটা পেজ খুলে বসে থাকবো? আমার কাছে এটা বিরক্তিকর লাগছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

আরও ৯৮ বাচ্চার মা হতে চান পরীমণি

আপডেট সময় ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সবার মাঝে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তিনি একা মা হিসেবে দুই সন্তানকে বড় করছেন। যদিও তার কন্যা সন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে তিনি দত্তক নিয়েছেন, এ বিষয়টিও বেশ আলোচনা সৃষ্টি করেছে। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিজের দত্তক নেওয়া কন্যা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাৎকারে সঞ্চালক জানতে চান, একজন ছেলে সন্তান থাকা অবস্থায় আপনি কেন কন্যা সন্তান দত্তক নিলেন। 이에 পরীমণি বলেন, তিনি চান আরও শত সন্তান হতে। আরও ৯৮টি সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা তার। তার কথায়, ‘আমাকে আরও ৯৮টা সন্তান নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি ১০০ জন সন্তানের মা হতে চাই। আল্লাহ যেন আমাকে এতটুকু সামর্থ্য দেন। অর্থাৎ বড় করার জন্য অনেক অর্থের প্রয়োজন, আমি বড় করার জন্যই চাই।’ একা কীভাবে সব দায়িত্ব সামলাবেন, এই প্রশ্নে তিনি বললেন, ‘আমি পারবো। বিশ্বাস করুন, আমি পারবো।’ এরপর তাকে প্রশ্ন করা হয়, দ্বিতীয় সন্তান প্রিয়মকে আপনি কোথায় পেলেন; তিনি ছোট করে বললেন, ‘আল্লাহ দিয়েছেন।’ নিজের সন্তানদের নিয়ে শো-অফের বিষয়েও তিনি মন্তব্য করেন, ‘তাহলে আমার সন্তানদের জন্য শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় পেজ থাকতো। সোশ্যাল মিডিয়া থেকে আয় হয়। ইউটিউব চ্যানেলও ছিল। সাহিম মোহাম্মদ পূণ্য, সাফিরা সুলতানা প্রিয়ম কোথায়? অনেক নায়িকা তো করেছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেকের রয়েছে সন্তানদের নামে পেজ।’ তিনি আরও বলেন, ‘আমি সেটার বিরুদ্ধে কিছু বলিনি, কারণ এটা অনেকেরই করতে ইচ্ছে হয়। তবে আমার ব্যক্তিগত পছন্দ রয়েছে, আমি কি করবো। ও কি চায়, সেটা আমি জানি না। আমি কি করে থাকবো, সেটাও জানি না। তাহলে আমি কি একটা পেজ খুলে বসে থাকবো? আমার কাছে এটা বিরক্তিকর লাগছে।’


প্রিন্ট