, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক: রাশমিকা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

নতুন ছবি মুক্তির পূর্বে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসলেন রাশমিকা মান্দানা। আগামী ৭ নভেম্বর তার ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির প্রচারে সম্প্রতি জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখানেই তিনি অদ্ভুত এক ইচ্ছে ব্যক্ত করেন, যেখানে তিনি বলেন, পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত। এই কথোপকথনে রাশমিকা জানান, তিনি চান পুরুষরা এই অভিজ্ঞতা বুঝুক, নারীদের কতটা কষ্টের মুখোমুখি হতে হয়। এই বক্তব্য ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে। তাহলে কি বলেছেন এই অভিনেত্রী? শোতে জগপতি বাবুর প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, ‘আমি চাই পুরুষদেরও মাসিক হওয়া উচিত। তখনই ওরা বুঝবে নারীদের কষ্ট কতটা। কেমন করে প্রতি মাসে অস্বস্তি, দুর্বলতা ও অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। সব কিছু সামলাতে হয়। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে তার হাতে থাকা আংটিটিও নজর কাড়ে। দর্শকদের হাত নাড়তে দেখেই ঝলমলে ওঠে তার আংটির দৃষ্টিগোচর। সেই সময় জগপতি বাবু মজা করে বলেন, ‘তোমার জীবনে এত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু, বিজয় সেতুপতি… ভক্ত, বিজয় থালাপতি… চিরকালের ভক্ত। মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম (সাফল্য) দুটোই দখল করে নিয়েছ।’ এই মন্তব্যে লজ্জায় লাল হয়ে যান রাশমিকা। উল্লেখ্য, ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবিতে তার বিপরীতে রয়েছেন দীক্ষিত শেট্টি। এই ছবিটির পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন। পরিচালকের মতে, এই ছবি মুক্তির পরে মেয়েরা নতুনভাবে প্রেমের অনুভূতি ও বুঝতে শিখবে। এছাড়া তার হাতে বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। তিনি কাজ করছেন ‘মাইসা’ নামে একটি ছবিতে, যা নারীকেন্দ্রিক। পাশাপাশি ভবিষ্যতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি পিরিয়ড অ্যাকশন ছবিতেও দেখা যাবে তাকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক: রাশমিকা

আপডেট সময় ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

নতুন ছবি মুক্তির পূর্বে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসলেন রাশমিকা মান্দানা। আগামী ৭ নভেম্বর তার ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির প্রচারে সম্প্রতি জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখানেই তিনি অদ্ভুত এক ইচ্ছে ব্যক্ত করেন, যেখানে তিনি বলেন, পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত। এই কথোপকথনে রাশমিকা জানান, তিনি চান পুরুষরা এই অভিজ্ঞতা বুঝুক, নারীদের কতটা কষ্টের মুখোমুখি হতে হয়। এই বক্তব্য ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে। তাহলে কি বলেছেন এই অভিনেত্রী? শোতে জগপতি বাবুর প্রশ্নের উত্তরে রাশমিকা বলেন, ‘আমি চাই পুরুষদেরও মাসিক হওয়া উচিত। তখনই ওরা বুঝবে নারীদের কষ্ট কতটা। কেমন করে প্রতি মাসে অস্বস্তি, দুর্বলতা ও অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। সব কিছু সামলাতে হয়। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে তার হাতে থাকা আংটিটিও নজর কাড়ে। দর্শকদের হাত নাড়তে দেখেই ঝলমলে ওঠে তার আংটির দৃষ্টিগোচর। সেই সময় জগপতি বাবু মজা করে বলেন, ‘তোমার জীবনে এত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু, বিজয় সেতুপতি… ভক্ত, বিজয় থালাপতি… চিরকালের ভক্ত। মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম (সাফল্য) দুটোই দখল করে নিয়েছ।’ এই মন্তব্যে লজ্জায় লাল হয়ে যান রাশমিকা। উল্লেখ্য, ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবিতে তার বিপরীতে রয়েছেন দীক্ষিত শেট্টি। এই ছবিটির পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন। পরিচালকের মতে, এই ছবি মুক্তির পরে মেয়েরা নতুনভাবে প্রেমের অনুভূতি ও বুঝতে শিখবে। এছাড়া তার হাতে বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। তিনি কাজ করছেন ‘মাইসা’ নামে একটি ছবিতে, যা নারীকেন্দ্রিক। পাশাপাশি ভবিষ্যতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি পিরিয়ড অ্যাকশন ছবিতেও দেখা যাবে তাকে।


প্রিন্ট