সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে যে তাহসান খুব দ্রুত একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও গুঞ্জন উঠেছে যে তাহসান ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এ বিষয়টি নিয়ে শনিবার দুপুরে গণমাধ্যমকে তাহসান স্পষ্ট করেন, ‘সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সম্পর্কে আমি বলেছি, এখন কোনো রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা আমার নেই। যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।’ তিনি আরও বলেন, ‘কনসার্টে আমি যখন গান ছাড়ার কথা বলেছি, তখন খুব কম মানুষ ছিল। আমি ভাবিনি যে এই কথা এভাবে সারাদেশে ছড়িয়ে যাবে। আমি অভিনয় থেকে ধীরে ধীরে বিরতি নিয়েছি, ঠিক তেমনই গান থেকেও বিরতি নেব। আমি একটু আবেগপ্রবণ, কবি মানুষ। তাই এমনভাবে বলেছি যে বিষয়টি ছড়িয়ে পড়েছে। আমার ওই এক কথার ফলে অনেক কিছুই ঘটেছে। এক জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি পরা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি!’ তাহসান বলেন, ‘আমার মনে হয়, এগুলো হলো কিছু খেলার অংশ। এটি যেন এক ধরনের গেম। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য অন্ধ হয়ে যায়। পৃথিবীব্যাপী এটা চলছে। এ কারণে আমাদের কথা খুব ভাবিয়ে বলতে হয়, কখন কোন কথা কী পরিবর্তন আনতে পারে।’ তিনি আরও যোগ করেন, ‘প্রতিটি মানুষের জীবনই নানা অধ্যায় দিয়ে ভরা। প্রথমে মনে হয়, আমি কিছুই জানি না। দ্বিতীয় পর্যায়ে ভাবি, অনেক কিছু জানি, আর জানার নেই। আমি সেই পর্যায়ে ছিলাম। বর্তমানে মনে হচ্ছে, জীবন ও জগতের ব্যাপারে আমি কিছুই জানি না, আরও পড়াশোনা প্রয়োজন।’ এর পাশাপাশি তাহসান এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে তিনি উপস্থাপক হিসেবে ছিলেন। সেখানে তিনি বলেন, ‘আজকাল আমরা এক যুগে প্রবেশ করেছি যেখানে দর্শকের সংখ্যা কম, কিন্তু সমালোচকদের সংখ্যা বেশি। এই সময়ে সত্য খবর প্রচার খুবই জরুরি। তাই আমি সাংবাদিকদের অনুরোধ করব, যেমন আমরা মানুষের জন্য করছি, আপনাদেরও সত্য সংবাদ পৌঁছে দিতে হবে মানুষের কাছে।’ তিনি আরও বলেন, ‘কয়েক মাস আগে অনলাইনে এক নিউজ ছড়ায় যে আমি বাবা হয়েছি! সেটি সারাদেশে ভাইরাল হয়ে যায়। আমার শুভেচ্ছা বার্তাও আসতে শুরু করে। কিন্তু সেটা ছিল তিন-চার বছর আগে আমার এক ছোট ভাই বাবা হয়েছিল, আমি হাসপাতালে গিয়ে ছবি তুলেছিলাম। আসলে কিছুদিন পর পর এ ধরনের ভুয়া খবর ছড়িয়ে পড়ে। আমি নিজেও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানানোর অভ্যেস রাখি না।’ তাহসান বলেন, ‘যারা এসব ভুয়া খবর ছড়ায়, আমি যদি তাদের নিয়ে পোস্ট করি, তবে তারা আরও জনপ্রিয় হয়ে যাবে। এই কাজগুলো মূলত সাংবাদিক ভাইদের, যারা আমাদের মতো শিল্পীদের রক্ষা করবে। কারণ, আমাদের কাজের পাশাপাশি খ্যাতির সঙ্গে কিছু বিড়ম্বনাও আসে। সেই সব সমস্যা মোকাবেলা করাও কঠিন। সঠিক খবর পরিবেশনের জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাই।’