খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
শাকিবের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ টাকা
- আপডেট সময় ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
গতকাল চিত্রনায়ক শাকিব খান রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিরূপ উপস্থিত ছিলেন। তার উপস্থিতির খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই অনুষ্ঠানে শাকিব খান মাত্র ২০ মিনিটের মধ্যে ৩৫ লাখ টাকা গ্রহণ করেছেন বলে খবর পাওয়া যায়। এর মানে কি তিনি প্রতি মিনিটে প্রায় দু’লাখ টাকা করে নিয়েছেন? এই বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া তার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের সুপারস্টার মাত্র ২০ মিনিটের জন্য কাজ করেছেন। পেমেন্ট পেয়েছেন ৩৫ লাখ টাকা। মূল কাজ ছিল একটি ব্র্যান্ডের প্রোমোশনের জন্য! তবে সেই ব্র্যান্ডের নাম বা পরিচয় কোথাও জানা যায়নি। এমনকি সুপারস্টারের সোশ্যাল মিডিয়ায়ও ব্র্যান্ডের ট্যাগ দেখা যায়নি। সবাই তার গোঁফ ও লুক নিয়ে আলোচনা করছে। বিষয়টি কতটা সত্য তা নিশ্চিত নয়। কোন এজেন্সি এই ইভেন্টের ব্যবস্থাপনা করেছে তা জানা যায়নি। অন্যদিকে, শাকিব খান আজ দুপুরে নিজের ফেসবুকে বনানীর সেই আলোচিত অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছেন। তবে তিনি বা তার প্রতিনিধির তরফ থেকে কখনওই নিশ্চিত করে বলা হয়নি যে, তিনি প্রতি মিনিটে কত টাকা নিয়েছেন বা ২০ মিনিটে মোট কত টাকা পেয়েছেন। তারপরেও এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ সিনেমার কাজে। এতে তার বিপরীতে থাকছেন তানজিন তিশা। এই সিনেমার মুক্তির তারিখ আগামী বছর বলে আশা করা হচ্ছে।
প্রিন্ট
















