খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ঢাকা ও করাচির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘নয়া মানুষ’
- আপডেট সময় ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পাকিস্তানের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য ‘নয়া মানুষ’ চলচ্চিত্রের আনুষ্ঠানিক আমন্ত্রণ এসেছে। এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি, যা আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাসের কাহিনী অবলম্বনে। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাট্যকার মাসুম রেজা। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশু শিল্পী ঊষশী। চিত্রনাট্যকার মাসুম রেজা বলেন, ‘নয়া মানুষ বিশ্ববিখ্যাত বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। চিত্রনাট্য রচনার সময় সামাজিক ও ধর্মীয় নানা জটিলতা মোকাবিলা করতে হয়েছে। এই চলচ্চিত্রটি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সহাবস্থানের বার্তা দেয়। আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনের মাধ্যমে আমাদের সংস্কৃতি ও জীবনধারার ছবি বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।’ রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনের মাধ্যমে ১০ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই দেশের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসবে দেশের পাশাপাশি বিদেশি শতাধিক চলচ্চিত্র অংশ নেবে। এই উৎসবের বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রতিযোগিতা হবে ‘নয়া মানুষ’ সিনেমার। অন্যদিকে, পাকিস্তানের সিন্ধ সরকার সহযোগিতায় করাচির আর্টস কাউন্সিল অব পাকিস্তান (এসিপি) আয়োজিত ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে ৩১ অক্টোবর এবং চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এই ৩৮ দিনব্যাপী উৎসবে বিশ্বের শতাধিক দেশের শিল্প, সঙ্গীত, নাটক ও নৃত্য পরিবেশিত হবে। প্রতি সপ্তাহে দুই ঘণ্টার সিনেমার প্রদর্শনী পর্বের অংশ হিসেবে ২৭ নভেম্বর বিকেল ৪টায় ‘নয়া মানুষ’ দেখানো হবে। এই উৎসবে আন্তর্জাতিক শিল্পীদের পাশাপাশি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান বিশেষ পরিবেশনা করবেন। তিনি উৎসবের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর পরিবেশনা দিয়ে ৭ ডিসেম্বর ওয়াইএমসিএ লনে উৎসবের সমাপ্তি হবে। এই দুই আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়ায় নির্মাণ দলের সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, ‘আমরা সাধারণ গল্পটি সহজে দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছি। দেশের পাশাপাশি বিদেশেও আমার প্রথম সিনেমার প্রদর্শনী হওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক।’ সুপার সাইক্লোন সিত্রাং এর সময় চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাসের পরিচালনায় নির্মিত ‘নয়া মানুষ’-এর গানে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রায়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।
প্রিন্ট
















