খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
১২ গীতিকবির জীবনচিত্র নিয়ে মাহমুদ মানজুরের বই
- আপডেট সময় ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
দেশের সেরা বারোজন গীতিকার জীবনীসংবলিত বই ‘গীতিজীবন’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই গ্রন্থের লেখক হলেন গীতিকার ও সাংবাদিক মাহমুদ মানজুর। এটি প্রকাশ করেছে আজব। আজব এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে ১৪ নভেম্বর এই বইয়ের মোড়ক উন্মোচন হয় বিশেষ আনুষ্ঠানিকতায়। অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে। সেখানে উপস্থিত ছিলেন দেশের তিনজন প্রখ্যাত গীতিকার—মুনশী ওয়াদুদ, লিটন অধিকারী রিন্টু ও কবির বকুল, লেখক মাহমুদ মানজুর, প্রকাশক জয় শাহরিয়ারসহ সংগীত ও সাহিত্য জগতের বহু ব্যক্তিত্ব। এই গবেষণা ও সাক্ষাৎকারভিত্তিক জীবনী গ্রন্থে মূল্যবান তথ্য স্থান পেয়েছে মোহাম্মদ রফিকউজ্জামান, মনিরুজ্জামান মনির, নাসির আহমেদ, জাহিদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, আসিফ ইকবাল, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল, গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ গীতিকবির জীবনচিত্র। লেখক মাহমুদ মানজুর এই ব্যাপারে বলেন, ‘আমি গত ২৫ বছর ধরে সংবাদমাধ্যম ও গীতিকবিতায় লিখছি। কিছু বছর ধরেই ভাবছিলাম, এমন একটা গুরুত্বপূর্ণ বই তৈরি করা দরকার, যা আগে কেউ করেনি। সেই ভাবনায় দেশের শীর্ষ ১২ জন স্বনামধন্য গীতিকার জীবনী সংকলনের চেষ্টা করেছি এই বইয়ে। ভবিষ্যতেও আমি গীতিকবির জীবনচিত্র সংরক্ষণে সচেষ্ট থাকব।’ অন্যদিকে, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি মুনশী ওয়াদুদ বলেন, এই ধরনের বই বর্তমান প্রজন্মের জন্য যেমন জরুরি, তেমনি বাংলা সংগীতের ইতিহাসের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘মাহমুদ মানজুর দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সঙ্গে কথা বলে এই কাজটি করেছেন। এই বইয়ের পাতায় চোখ রেখে বোঝা যায়, কত ধৈর্য্য ও নিষ্ঠা নিয়ে তিনি এটি করেছেন। আমি এই বইয়ের অংশ হওয়ার জন্য গর্বিত।’ একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন কিংবদন্তি গীতিকার লিটন অধিকারী রিন্টু। তিনি বলেন, ‘এই বইয়ে আমার জীবনের গল্প যেভাবে তুলে ধরা হয়েছে, তা পড়লে আমি নিজেও আবেগপ্রবণ হয়ে পড়ি। আমি নিজেও আগে এভাবে আমার জীবন দেখিনি। আরও জানা গেল, যারা এই জীবনী লিখেছেন, তারা সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাদের সম্পর্কে অজানা অনেক তথ্য জানলাম। সবচেয়ে বড় কথা, এই বইটি বাংলাদেশ সংগীতের ইতিহাসে অমূল্য সম্পদ হয়ে থাকবে।’ প্রকাশক জয় শাহরিয়ার জানান, আজব এর পঞ্চম বর্ষপূর্তি উদযাপনের বিশেষ উপহার হিসেবে ‘গীতিজীবন’ প্রকাশিত হলো। এটি সাধারণ বিক্রয় কেন্দ্রে ছাড়াও রকমারিসহ গ্লোবাল ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
প্রিন্ট
















