খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আপডেট সময় ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ঢাকার একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা চুরি, হুমকি-ধামকি ও ভয় দেখানোর অভিযোগে এই মামলায় আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলার আসামীদের আদালত হাজির হওয়ার জন্য সময় নির্ধারিত ছিল। তবে তারা হাজির না হওয়ায় ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে, গ্রেপ্তারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন নির্ধারিত হয়। মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরীকে নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে রাখার জন্য নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখে মোট ২৭ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী বারবার টাকা চাইলে তাতে তারা ‘আজ দেবো, কাল দেবো’ বলে অজুহাত দেয়। পরে, ১১ ফেব্রুয়ারি বিকেলে টাকা দাবি করতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে এক রেস্টুরেন্টে আসতে বলেন। ওই দিন ঘটনাস্থলে গেলে, মেহজাবীন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলে, ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না’, ‘তোর বাসার সামনে দেখা হলে মারবো’। এভাবে তারা বাদীকে জীবননাশের হুমকি ও ভয় দেখায়। বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় গেলে, থানার কর্তৃপক্ষ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। এই ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।
প্রিন্ট
















