পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। তবে মেহজাবীন এই গ্রেপ্তারি পরোয়ানাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। রোববার (১৬ নভেম্বর) আদালতের সূত্রে জানা যায়, মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য নির্ধারিত ছিল। কিন্তু তারা আদালতে উপস্থিত না হওয়ায় ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরই অভিনেত্রী ফেসবুকে একটি স্ট্যাটাসে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি মেহজাবীন চৌধুরী। আজ একটি ভুয়া ও মিথ্যা মামলার খবর দেখে আমি খুবই অবাক। আমি মনে করি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কেবল গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারনা। তিনি আরও লিখেছেন, আমি কোনো ব্যবসায়িক কার্যক্রমে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এ ধরনের ভিত্তিহীন মামলা করেছেন, আমি তাদের চিনি না। যারা আমাকে জানেন, তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে নিবেদিত। আমি এমন কোনও ব্যবসায়িক কাজে জড়িত নই যেখানে আইনি জটিলতার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে। অভিনেত্রী বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়ম-কানুন ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতিমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছেন, যাতে এই গুজব ও মিথ্যা প্রচারনা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারেন। একজন শিল্পী ও সচেতন নাগরিক হিসেবে আমি সবসময় দেশের আইন, নীতি ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। এক যুগের বেশি সময় ধরে মিডিয়ায় কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছি, যার সাক্ষ্য আমার দর্শক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। মেহজাবীন আরও বলেন, আমি আমার সহকর্মী মিডিয়াকর্মীদের অনুরোধ করব, ভিত্তিহীন কোনও তথ্য যাচাই ছাড়াই প্রকাশ করবেন না। পাশাপাশি আমার সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও পরিচিতজনদের বলব, আপনারা ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পক্ষে থাকুন।