বলিউড তারকা অজয় দেবগন স্কাই ডাইভিং করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। প্রশিক্ষণের সময় তিনি নিজের চোখের সামনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেখেছেন। ওই ব্যক্তির প্যারাশুট না খোলায় তিনি বিমান থেকে ঝাঁপ দেওয়ার পরে আর রক্ষা পাননি। বর্তমানে অজয় তার নতুন ছবি ‘দে দে পেয়ার দে টু’-এর প্রচারে ব্যস্ত। ছবির অন্য অভিনেতা মাধবনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন। মাধবন অজয়ের প্রশংসা করে বলেন, অজয় ছবিতে বিনা প্রস্তুতিতে বিমান থেকে স্কাই ডাইভিং করেছেন, যা তার সাহসিকতার প্রমাণ। তখনই অজয় তার জীবনের সেই ভয়ঙ্কর দিনের কথা উল্লেখ করেন। তিনি জানান, স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। অজয় বলেন, ‘আমি সেখানে যাওয়ার পরপরই এক ভয়ংকর অভিজ্ঞতা হয়। আমি দেখলাম, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই, কিন্তু তার প্যারাশুটটি আর খোলা হয়নি। সেই ব্যক্তির পরই আমার পালা ছিল স্কাই ডাইভিংয়ের।’ অজয় আরও বলেন, হলিউডের অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওও একবার স্কাই ডাইভিংয়ের সময় বিপদে পড়েছিলেন। বিমান থেকে ঝাঁপ দেওয়ার পরে তার প্যারাশুটও ঠিকভাবে খুলছিল না। সেই সময় তার প্রশিক্ষক ঝাঁপ দিয়ে লিওনার্দোকে বাঁচিয়েছিলেন। অজয়ের বাবা বীরু দেবগন বলিউডের অ্যাকশন দৃশ্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সিনেমায় অ্যাকশন দৃশ্যের কাজ তার জন্য কখনোই কঠিন ছিল না। তবে বাস্তবের স্কাই ডাইভিং অভিজ্ঞতা তার জন্য ছিল অত্যন্ত ভয়ংকর। অজয় দেবগন ও মাধবন অভিনীত ‘দে দে পেয়ার দে টু’ ছবি আগামী ২০২৬ সালের জানুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবির পাশাপাশি অজয় বর্তমানে ‘দৃশ্যম থ্রি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।