বছরের শেষের দিকে শীতকাল মানেই কনসার্টের মৌসুম শুরু হয়। এই ঐতিহ্যকে ধরে রেখে রাজধানীর বিভিন্ন স্থানেও নানা ধরনের প্রস্তুতি চলছে। আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার কোর্ট সাইড, মাদানী এভিনিউয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীত উৎসব ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ। প্রায় ২৭ বছর ধরে সেমি-ক্লাসিক্যাল ঘরানায় সঙ্গীতচর্চা করে আসা এই ব্যান্ডটি দক্ষিণ এশিয়ার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে দেশের দুটি জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ভিন্নধর্মী গান প্রকাশ ও জনপ্রিয়তার কারণে এই দুটি ব্যান্ড বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড হিসেবে পরিচিত। এই অনুষ্ঠানের আয়োজন করছে প্রাইমওয়েভ কমিউনিকেশন্স, এবং ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে টোট্টেং কমিউনিকেশন্স। ইতিমধ্যে কনসার্টের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। আগ্রহীরা tickticki.com ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।