বড়পুকুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
ফুলবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক
শুরু হলো মহান বিজয়ের মাস
সেন্টমার্টিনে আজ থেকে রাতযাপনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, মরদেহকেই ‘বিয়ে’ তরুণীর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
- আপডেট সময় এক ঘন্টা আগে
- / ২ বার পড়া হয়েছে
বড় পর্দায় মুক্তি পেল চিরঞ্জিত এবং রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘হাটি হাটি পা পা’। এই সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিউডের সুপারস্টার দেব। সেখানে অভিনেত্রী রুক্মিণী সম্পর্কে মন্তব্য করেন দেব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রুক্মিণীর নতুন সিনেমাটি। সিনেমা দেখার পর নিজের মতামত প্রকাশ করেন দেব।
দেবকে জিজ্ঞেস করা হয়, ‘হাটি হাটি পা পা’ সিনেমার মতো রুক্মিণীর সঙ্গে কখনো চলাফেরা হয়েছে কি?
উত্তরে দেব বলেন, কখনোই নয়। কারণ আমরা কখনো হাটি হাটি পা পা করে হাঁটিনি, বরং দৌড়েছি। এরপর দেব যোগ করেন, আমি চাই ও আমার হাত ছেড়ে দিক।
দেবের এই কথায় সবাই অবাক হয়ে যান। এরপর নিজস্ব ব্যাখ্যা দিয়ে দেব বলেন,
আমি চাই ও আমার হাত ছেড়ে দিয়ে সফলতার এগিয়ে যেতে পারে। সাফল্যের হাত ধরে হাটি হাটি পা পা করে এগিয়ে চলুক নিজের লক্ষ্য অর্জনের জন্য।
তখন দেবকে জিজ্ঞেস করা হয়, বিয়ের বিষয়ে। এই প্রশ্নের উত্তরে দেব জানান, রুক্মিণীর সিনেমা এখনো মুক্তি পেয়েছে। এক মাস পরে তারও নতুন সিনেমা আসবে। এখন দুজনেরই লক্ষ্য ক্যারিয়ারে অগ্রগতি।
উল্লেখ্য, টালিউডের অভিনেত্রী শুভশ্রী সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রুক্মিণীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন দেব। ক্যারিয়ার সচেতন হওয়ায় দীর্ঘ সময় প্রেমের সম্পর্ক থাকলেও এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি এ যুগল।
প্রিন্ট





















