বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল
সেন্টমার্টিন গেল ৩ জাহাজ, পর্যটক ১১০০
সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা
জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের নাম
ভোক্তা পর্যায়ে পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান
বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত: রেজা কিবরিয়া
ঢাবিতে জমকালো বিজয় র্যালি
জানা গেলো ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে
আসছে শুভ-ঐশীর ‘নূর’
ছিনতাইয়ের শিকার অভিনেত্রী রাজ রিপা, খোয়ালেন আইফোন
বিতর্ক সৃষ্টি করবে এমন কথা বলতে চাই না: অপু বিশ্বাস
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ১ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই শুরু হবে তার নতুন রোমান্টিক, অ্যাকশন ও থ্রিলার ঘরানার ছবির শুটিং, যেখানে তার নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে। এমন পরিস্থিতির মাঝে সম্প্রতি নিজস্ব নতুন ছবি, পেশাগত জীবন ও সোশ্যাল মিডিয়ার নানা বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় ব্যক্তিগত জীবন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, পেশাগত দিক থেকে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে তিনি রাজি নন। সোশ্যাল মিডিয়ায় বারবার একই বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ার প্রসঙ্গে তিনি জানান, তিনি এমন কিছু বলতে চান না যা তাকে বারবার বিতর্কের মুখে ফেলবে। তার ভাষায়, ‘এমন কোনও কথা আমি আপনাদের বলব না যাতে করে বারবার আমি প্রশ্নের মুখে পড়ি। তাই আমি মনে করি, এমন কোনও প্রশ্ন বা বিষয় আমি মিডিয়াতে বলবো না যা আমাকে বারবার প্রশ্নের সম্মুখীন করবে।’ নিজের সুন্দর চেহারার রহস্য কী—এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমি যতটুকু জানি, মানুষ যখন ভালোবাসা পায়, তখনই সুন্দর হয়। আমি মনে করি আমার ভক্ত, দর্শক ও ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়েই আমি সুন্দর হয়েছি।’ অনুষ্ঠানে এক সাংবাদিক অপু বিশ্বাসের ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি হেসে বললেন, ‘আসলে, বাবা-ছেলের সম্পর্কে কতটা স্পষ্ট, এটাই কি প্রশ্নের মধ্যে পড়ে?’ এরপর নিজস্ব ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন অপু বিশ্বাস। তিনি জানান, শাকিব খান তাকে ব্যক্তিগত জীবন পেশাগত কাজে না আনতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমাকে আপনি যে মানুষটির নাম বললেন (শাকিব খান), তিনি একজন স্বনামধন্য অভিনেতা। … যখন তিনি আপনাদের সামনে আসেন, তখন তিনি তাঁর কাজের জায়গাটাই প্রকাশ করেন। … সেই কারণে আমি নিজেও বলবো, আমাকে উনি বলেছেন, যখন তুমি ক্যামেরার সামনে দাঁড়াবে, তখন শুধু একজন অপু বিশ্বাস। তোমার পেশাটাকে প্রেজেন্ট করো, ব্যক্তিগত জীবন নয়।’
প্রিন্ট
























