চিত্রনায়িকা রাজ রিপা ছিনতাইয়ের শিকার হলেন। গত শুক্রবার (২৮ নভেম্বর) তিনি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। সেই সময় রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয়। রাজ রিপা গণমাধ্যমে বলেছেন, তার ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেল। তার ভাষায়, “এই ফোন আমার জন্য শুধুই একটি ডিভাইস নয়, এটি আমার জন্য অনেক আবেগের বিষয়। কারণ, মুক্তি সিনেমার এক সাহসী অ্যাকশন দৃশ্যে আমি অংশ নিয়েছিলাম। তার জন্যই পরিচালক ইফতেখার চৌধুরী খুব খুশি হয়ে আমাকে এই ফোনটি উপহার দিয়েছিলেন।” ঘটনার ভয়াবহতা সম্পর্কে রাজ রিপা বলেন, “আমি বনানী থেকে পূর্বাণী হোটেলে যেতে যাচ্ছিলাম একটি অনুষ্ঠানে অংশ নিতে। সেই সময় আমার গাড়ির এসি হঠাৎ কাজ বন্ধ করে দেয়, তাই জানালা একটু খোলা রেখেছিলাম। মোবাইল ফোনে কথা বলার সময় ছিনতাইকারী এক মুহূর্তে ফোনটি নিয়ে দৌড়ে যায়। চিৎকার করলেও কেউ তাকে ধরতে পারেনি। ফোন হারানোর পরে আমি দু’দিন কেঁদেছি খুব কষ্টে।” জানা গেছে, এই ঘটনার পর তিনি হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ২০২০ সালে চলচ্চিত্রে নাম লেখান রাজ রিপা। প্রথমে ‘দহন’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করে তার অভিনয় জীবন শুরু হয়। এরপর ‘মুক্তি’, ‘ময়না’ এবং ‘ব্যাচেলর ইন ট্রিপ’সহ বেশকিছু সিনেমায় তিনি কাজ করেছেন।