সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের
এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
তাসকিন আমার ‘স্পিড রেকর্ড’ ভেঙে ফেলুক: শোয়েব আখতার
নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে লোক পারাপারে জড়িত সন্দেহে ২ জন আটক
স্বাধীনতার ৫৪ বছর পর ঘর পেলেন বীরাঙ্গনা যোগমায়া মালো
ভারতকে নাহিদ ইসলামের কড়া বার্তা
দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে চিঠি
সিক্স প্যাকের পর অনস্ক্রিন ‘ন্যাড়া’ আরিফিন শুভ, ঢাকাই সিনেমায় কি তিনিই প্রথম
বোনদের অভিযোগকে মিথ্যা দাবি ডিপজলের
- আপডেট সময় ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে তার সহোদর তিন বোন পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। এ বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে তিনি এই অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছেন। ডিপজলের মতে, একটি প্রভাবশালী মহল তাকে ও তার পরিবারের মানসম্মানকে আঘাত করতে এই ধরনের অপপ্রয়াস চালাচ্ছে, যেখানে তার বোনদের সম্মুখীন করে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, তার বোনের ছেলে প্রিন্সও এই মিথ্যা প্রচারণা ও অপপ্রচারে জড়িয়ে পড়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। মিডিয়াকে ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো কখনোই ঠিক নয় বলে উল্লেখ করে মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ‘পারিবারিক বিষয়গুলো প্রকাশ্যে আনার মাধ্যমে কলহ সৃষ্টি করা কেবলই দুঃখজনক নয়, বরং এটি একজন ব্যক্তি ও পরিবারের সম্মানকে সরাসরি আঘাত করে। আজ আমি গভীর কষ্ট ও ভারাক্রান্ত হৃদয়ে এই কথা বলছি। রক্তের সম্পর্ক ও মা–বাবার নাম জড়িয়ে প্রকাশ্যে মিথ্যাচার কতটা যন্ত্রণাদায়ক—তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারেন।’ তিনি আরও লিখেছেন, ‘ইট হার্টস ডিপলি হোয়েন ইওর ওউন ফ্যামিলি বিকামস অ্যা টুর ফর স্প্রেডিং লাইস।’ এই স্ট্যাটাসে ডিপজল দাবি করেন, সারাদেশে তাকে ও তার পরিবারের মানহানি করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করছে, যেখানে তার বোনদের সম্মুখীন করে সংবাদমাধ্যমে বিষয়গুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা শুধু অন্যায় নয়, বরং অমানবিকও। তিনি বলেন, ‘আমাদের বড় ভাই ইন্তেকাল করেছেন। এখনও আমি ও আমার ভাই বেঁচে আছি। আমি সবসময় আমার বোনদের খোঁজখবর রেখেছি, আমার সন্তানরাও তাদের পাশে ছিল। এর পরও মিডিয়ায় বলা হচ্ছে—মা মারা যাওয়ার পর আমরা কেউ তাদের খবর রাখিনি। এই বিবৃতি সম্পূর্ণ ভুল এবং হৃদয় ভেঙে দেওয়ার মতো।’ এছাড়া তিনি বলেন, ‘সবচেয়ে দুঃখের বিষয় হলো—আমার সন্তানদের নিয়েও মিথ্যা কথা বলা হয়েছে। বলা হচ্ছে তারা তাদের খালা ও ফুপুরা চিনে না। একজন বাবার জন্য এটি অত্যন্ত অপমানজনক ও বেদনাদায়ক।’ এ সময় তিনি জানান, এক সময়ের জনপ্রিয় এই খল অভিনেতা স্পষ্ট করে বলেছেন, ‘আমি বলতে চাই—আমার মা জীবিত থাকা অবস্থায়ও, যখন অনেকেরই পাশে থাকা সম্ভব ছিল না, তখন আমি—ডিপজল—আমার মাকে সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও ভালো পরিবেশ দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য নিয়মিতই আমি মাকে ব্যাংককে নিয়ে যেতাম। তার সব চিকিৎসা ও ওষুধ দেশের বাইরে থেকে আনা হতো। মায়ের চিকিৎসা, যত্ন ও মানসিক শান্তির জন্য আমি কখনো আপস করিনি। মাকে নিয়ে মিথ্যা কথা বলা—এটি শুধু অপবাদ নয়, একজন সন্তানের জন্য অত্যন্ত আঘাতজনক। এমনকি আমার মায়ের মর্যাদাও আমি রক্ষা করেছি।’ তিনি আরও বলেন, ‘আর একটি গুরুত্বপূর্ণ সত্য হলো—মা মৃত্যুবরণ করার পর আমার বোনেরা কোনো খোঁজ-খবর রাখেনি। আমি—ডিপজল—একাই আমার মায়ের জানাজা, দাফন এবং সব খরচ নিজে বহন করেছি। এই সত্যটি আমার গ্রামের মানুষ ভালোভাবে জানেন। স্থানীয় মানুষরা এই সত্যের সাক্ষ্য দেন।’ এখানেই শেষ নয়, তিনি উল্লেখ করেন, তার বোনের ছেলে প্রিন্স যখন ক্যান্সারে আক্রান্ত হয়, তখন তিনি আত্মীয়তার দায়ে মুখ ফিরিয়ে নেননি। চিকিৎসার জন্য অর্থ সহায়তা পাঠিয়েছেন। শুধু তাই নয়, তার মেয়ে অলিজা জামাইসহ প্রিন্সদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে। এই প্রিন্স ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠলেও মিথ্যা প্রচারণা ও অপপ্রচারে জড়িয়ে পড়েছে বলে দাবি করেন ডিপজল। তিনি বলেন, ‘এটি খুবই বেদনাদায়ক ও হতাশাজনক পরিস্থিতি।’ শীঘ্রই তিনি সব প্রমাণসহ মিডিয়ায় বিস্তারিত তুলে ধরবেন বলেও আশ্বাস দিয়েছেন।
প্রিন্ট


























