বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি
বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা অদম্য’ প্রদর্শন
সোনারগাঁওয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
সিডনির সমুদ্র সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতের নাগরিক
পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো দেশের মাটিতে ফিরবে না: প্রধান উপদেষ্টা
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড-অফিস ভাঙচুর করলো ছাত্র-জনতা
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছা
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করছে সরকার
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল
কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর
- আপডেট সময় ১০ ঘন্টা আগে
- / ৮ বার পড়া হয়েছে
বলিউডে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে তাকে প্রধান চরিত্রে দেখা যাবে। এই সিরিজের মাধ্যমে বলিউডে শুভর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সনি লিভ ‘জ্যাজ সিটি’ সিরিজের টিজার প্রকাশ করে প্রজেক্টের ঘোষণা দেয়। টিজারে আরিফিন শুভকে দেখা গেছে ‘জিমি রয়’ চরিত্রে, যাকে কেন্দ্র করে পুরো গল্পের আবর্তন। বিভিন্ন লুকে উপস্থিত হয়ে তিনি সত্তরের দশকের একটি রেট্রো পরিবেশ তুলে ধরেছেন। নিজের চরিত্র সম্পর্কে আরিফিন শুভ বলেন, ‘জ্যাজ সিটি একটি গল্প, যেখানে সংলাপের পাশাপাশি সংগীত ও নীরবতা গল্প বলে। চরিত্রের অনুভূতি প্রকাশে এই তিনটি উপাদান একসঙ্গে কাজ করেছে।’ জানা গেছে, এই সিরিজে আরিফিন শুভ চারটি ভাষায় অভিনয় করেছেন—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। এটি তার ক্যারিয়ারে একসঙ্গে সবচেয়ে বেশি ভাষায় অভিনয়ের প্রথম। ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ষাটের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম ও পরিবর্তনের গল্প এই সিরিজে তুলে ধরা হয়েছে। সিরিজের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত সিরিজ ‘জুবিলি’-র সঙ্গে যুক্ত ছিলেন। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়াও বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত শিল্পী রয়েছেন। সনি লিভ জানিয়েছে, ‘জ্যাজ সিটি’ আগামী ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে।
প্রিন্ট



























