কনটেন্ট নির্মাতা ও সাংবাদিক নাহিদ রিয়াসাদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর ধানমণ্ডির বাসায় রাতের আনুমানিক আড়াইটার সময় নাহিদ রিয়াসাদের বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। নাহিদ রিয়াসাদের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইল। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে। পেশাগত জীবনে তিনি একজন কনটেন্ট নির্মাতা ও সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। ব্যক্তিগতভাবে তিনি ভ্লগ করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। পাশাপাশি তিনি ‘টাইমস অব বাংলাদেশ’ নামে একটি অনলাইন গণমাধ্যমে সাংবাদিকতা করছিলেন। জে আই/