, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

এসিড নিক্ষেপের অভিযোগে সত্যতা না পাওয়ায় মুখ খুললেন ডিপজল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৪ ঘন্টা আগে
  • / ১ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্যাতন ও এসিড নিক্ষেপের অভিযোগে দায়ের মামলার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সিআইডির তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডিপজল নিজেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তার ফেসবুক পেজে একটি পোস্টে তিনি সন্তোষ প্রকাশ করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এভাবেই এখন পর্যন্ত হওয়া সব মিথ্যা ও হয়রানিমূলক মামলার সমাপ্তি হবে। তিনি আরও বলেন, দেশের বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতের মাধ্যমে সব মামলার সত্য-মিথ্যার সঠিক নিষ্পত্তি হবে। একই পোস্টে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ডিপজল লিখেছেন, সত্যের জয় অবশ্যম্ভাবী। মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। যারা পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্রে লিপ্ত, তারা সতর্ক থাকুক। আল্লাহ তায়ালা সময় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিআইডির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার বাদী তরুণী ডিপজলের একজন অন্ধ ভক্ত। গত বছরের ২ জুন গাবতলী পশুর হাটে ডিপজল উপস্থিত থাকায় তার উপস্থিতি ভেবে তিনি সেখানে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু হাটের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে প্রবেশে বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে উৎসুক জনতা তাকে মানসিকভাবে অসুস্থ মনে করে আটকানোর চেষ্টা করলে, তরুণী নিজে থাকা তরল পদার্থ গায়ে ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, সেই সময়ে ঘটনাস্থলে ডিপজল বা তার কেউ উপস্থিত ছিলেন না। গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সুলতান মাহমুদ ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এর মাধ্যমে দীর্ঘদিনের বিতর্কিত অভিযোগ থেকে তিনি মুক্তি পেলেন এই আলোচিত অভিনেতা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এসিড নিক্ষেপের অভিযোগে সত্যতা না পাওয়ায় মুখ খুললেন ডিপজল

আপডেট সময় ৪ ঘন্টা আগে

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্যাতন ও এসিড নিক্ষেপের অভিযোগে দায়ের মামলার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সিআইডির তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডিপজল নিজেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তার ফেসবুক পেজে একটি পোস্টে তিনি সন্তোষ প্রকাশ করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, এভাবেই এখন পর্যন্ত হওয়া সব মিথ্যা ও হয়রানিমূলক মামলার সমাপ্তি হবে। তিনি আরও বলেন, দেশের বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতের মাধ্যমে সব মামলার সত্য-মিথ্যার সঠিক নিষ্পত্তি হবে। একই পোস্টে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ডিপজল লিখেছেন, সত্যের জয় অবশ্যম্ভাবী। মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। যারা পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্রে লিপ্ত, তারা সতর্ক থাকুক। আল্লাহ তায়ালা সময় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিআইডির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার বাদী তরুণী ডিপজলের একজন অন্ধ ভক্ত। গত বছরের ২ জুন গাবতলী পশুর হাটে ডিপজল উপস্থিত থাকায় তার উপস্থিতি ভেবে তিনি সেখানে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু হাটের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে প্রবেশে বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে উৎসুক জনতা তাকে মানসিকভাবে অসুস্থ মনে করে আটকানোর চেষ্টা করলে, তরুণী নিজে থাকা তরল পদার্থ গায়ে ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, সেই সময়ে ঘটনাস্থলে ডিপজল বা তার কেউ উপস্থিত ছিলেন না। গত ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সুলতান মাহমুদ ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এর মাধ্যমে দীর্ঘদিনের বিতর্কিত অভিযোগ থেকে তিনি মুক্তি পেলেন এই আলোচিত অভিনেতা।


প্রিন্ট