গত এক মাসে ঢাকায় একের পর এক বড় বড় কনসার্টের বাতিলের মধ্যে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম রাজধানীতে একাধিক ব্যক্তিগত শো করেছেন বলে জানা গেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি একটি কনসার্টে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ২টায় নিজস্ব মাঠে আয়োজিত এই কনসার্টে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আতিফ আসলাম ছাড়াও সেখানে গান পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী মিনার ও প্রিতম। অনুষ্ঠানের জন্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে কনসার্টে আতিফের উপস্থিতির বিষয়টি আগে থেকে গোপন রাখা হয়েছিল বলে জানা গেছে। এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার একটি ক্লাবে ব্যক্তিগত শোতে পারফর্ম করেন তিনি। ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামে ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া ১৭ ডিসেম্বরও তিনি আরেকটি ব্যক্তিগত শোতে গান করেন বলে শোনা গেছে। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ বন্ধুত্ব এক্সিবিশন সেন্টারে আতিফ আসলামকে নিয়ে কনসার্টের আয়োজনের ঘোষণা দিয়েছিল ‘মেইন স্টেজ ইনক’। সহ-আয়োজক ছিল ‘স্পিরিট অব জুলাই’। শেষ মুহূর্তে সেই কনসার্ট বাতিল করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টের আয় থেকে অর্জিত অর্থের একটি অংশ শহীদ ও আহত পরিবারের জন্য সহায়তার জন্য ব্যয় করা হবে।