মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ক্ষমতাগ্রহণের পর এটিই তাদের প্রথম ফোনালাপ। বৈশ্বিক শান্তি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
সোমবার (২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য আন্তরিক অভিনন্দন জানান। একইসঙ্গে দিল্লি-ওয়াশিংটনের গভীর বিশ্বাস ও অংশীদারিত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
মোদি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লেখেন, "আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানাই। আমরা পারস্পরিক বিশ্বাস এবং অংশীদারত্বের ভিত্তিতে বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।"
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের কূটনীতিকরা ফেব্রুয়ারিতে মোদি ও ট্রাম্পের মধ্যকার বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন। এই বৈঠক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি মার্কিন ভিসা সহজীকরণে ভারতীয় স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনকে ঠেকানোর কৌশলগত অংশীদার হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ট্রাম্পের শাসনামলে আরও ঘনিষ্ঠ হতে পারে। মোদির সরকার বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আরও সহযোগিতার প্রত্যাশা করছে।