, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় সিনদিরগি শহরে ভূমিকম্প আঘাত হানে। এর কম্পনের মাত্রা ছিল ৬.১। এটি শহরটিতে তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প। আপাতত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১১টার কিছুক্ষণ আগে এই ভূমিকম্প ঘটে। এর প্রভাব অনুভূত হয় রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন কেন্দ্র ইজমিরে। ভূমিকম্পের পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, ‘ভূমিকম্পের পরে তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সেগুলো ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।’ এর আগে ১০ আগস্ট একই মাত্রার আরেকটি ভূমিকম্প হয় সিনদিরগি শহরে। এতে একজন মারা যান এবং কয়েক ডজন মানুষ আহত হন। শহরটি তুরস্কের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। ইজমির থেকে এর দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্ক ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে। এতে নিহত হন অন্তত ৫৩ হাজার মানুষ। রাজধানী আঙ্কারায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও চলতি বছরের জুলাই মাসে ৫.৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে একজনের মৃত্যু হয়। আহত হন ৬৯ জন।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় সিনদিরগি শহরে ভূমিকম্প আঘাত হানে। এর কম্পনের মাত্রা ছিল ৬.১। এটি শহরটিতে তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প। আপাতত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১১টার কিছুক্ষণ আগে এই ভূমিকম্প ঘটে। এর প্রভাব অনুভূত হয় রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন কেন্দ্র ইজমিরে। ভূমিকম্পের পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেন, ‘ভূমিকম্পের পরে তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সেগুলো ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।’ এর আগে ১০ আগস্ট একই মাত্রার আরেকটি ভূমিকম্প হয় সিনদিরগি শহরে। এতে একজন মারা যান এবং কয়েক ডজন মানুষ আহত হন। শহরটি তুরস্কের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। ইজমির থেকে এর দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্ক ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে। এতে নিহত হন অন্তত ৫৩ হাজার মানুষ। রাজধানী আঙ্কারায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও চলতি বছরের জুলাই মাসে ৫.৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে একজনের মৃত্যু হয়। আহত হন ৬৯ জন।


প্রিন্ট