, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোন্থা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা আছড়ে পড়েছে। রাজ্যের কাকিনাডা উপকূলে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এটি আঘাত হানে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। খবর টাইমস অব ইন্ডিয়ার। এর আগে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছিল, অন্ধ্রপ্রদেশের মাছিলিপাট্নাম ও কলিঙ্গপত্নমের মধ্য দিয়ে স্থলভাগে মোন্থার আঘাত হতে পারে তিন থেকে চার ঘণ্টার জন্য। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। এটি দমকা হাওয়া হিসেবে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। পাশাপাশি, অন্ধ্রপ্রদেশ সরকার উপদ্রুত এলাকাগুলোর যানচলাচল বন্ধের জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরের দিন বুধবার ভোর ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্য সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে অন্ধ্রপ্রদেশ জুড়ে ৮০০ এর বেশি ত্রাণ কেন্দ্র চালু করেছে। মোন্থার স্থলভাগে আঘাতের জন্য প্রস্তুতি হিসেবে রাজ্যের গর্ভবতী মহিলাদেরও নিরাপদে রাখতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য কাকিনাডা জেলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এক হাজার ইলেকট্রিশিয়ানকে প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি, বিশেষ পরিস্থিতিতে সাহায্যার্থে উদ্ধারকারী নৌকাসহ ১৪০ জন সাতারুও মোতায়েন করা হয়েছে কাকিনাডায়।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোন্থা

আপডেট সময় ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা আছড়ে পড়েছে। রাজ্যের কাকিনাডা উপকূলে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এটি আঘাত হানে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। খবর টাইমস অব ইন্ডিয়ার। এর আগে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছিল, অন্ধ্রপ্রদেশের মাছিলিপাট্নাম ও কলিঙ্গপত্নমের মধ্য দিয়ে স্থলভাগে মোন্থার আঘাত হতে পারে তিন থেকে চার ঘণ্টার জন্য। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। এটি দমকা হাওয়া হিসেবে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। পাশাপাশি, অন্ধ্রপ্রদেশ সরকার উপদ্রুত এলাকাগুলোর যানচলাচল বন্ধের জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরের দিন বুধবার ভোর ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্য সরকার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে অন্ধ্রপ্রদেশ জুড়ে ৮০০ এর বেশি ত্রাণ কেন্দ্র চালু করেছে। মোন্থার স্থলভাগে আঘাতের জন্য প্রস্তুতি হিসেবে রাজ্যের গর্ভবতী মহিলাদেরও নিরাপদে রাখতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য কাকিনাডা জেলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এক হাজার ইলেকট্রিশিয়ানকে প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি, বিশেষ পরিস্থিতিতে সাহায্যার্থে উদ্ধারকারী নৌকাসহ ১৪০ জন সাতারুও মোতায়েন করা হয়েছে কাকিনাডায়।


প্রিন্ট