বড়পুকুরিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া
ফুলবাড়ীতে শিশু পার্ক উদ্বোধন
আমি চাই ও আমার হাত ছেড়ে দিক
চীনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টিকটকে উসকানিমূলক ভিডিও, আ.লীগ নেত্রী সুলতানা আটক
শুরু হলো মহান বিজয়ের মাস
সেন্টমার্টিনে আজ থেকে রাতযাপনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত
বাবা-ভাইদের হাতে প্রেমিকের মৃত্যু, মরদেহকেই ‘বিয়ে’ তরুণীর
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ
নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে ফের জটিলতা
ট্রাম্পের সফরের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
- আপডেট সময় ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফর শুরু করার কিছু সময় আগে উত্তর কোরিয়া সমুদ্রপৃষ্ঠের উপর বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গত মঙ্গলবার ইয়েলো সাগরে এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো দুই ঘণ্টার বেশি সময় আকাশে উড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চন এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন। তিনি উল্লেখ করেন, ‘যুদ্ধ প্রতিরোধে উত্তর কোরিয়ার পারমাণবিক সামর্থ্য বৃদ্ধি পেতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে।’ পাক আরও বলেন, এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন কৌশলগত অস্ত্রের কার্যকারিতা যাচাই করা এবং শত্রুদের কাছে সেই সক্ষমতা প্রদর্শন করা। তার কথায়, ‘পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি আরও শক্তিশালী করাই আমাদের দায়িত্ব ও কর্তব্য।’ দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী প্রধান জানিয়েছেন, তারা উত্তর কোরিয়ার উৎক্ষেপণ প্রস্তুতি আগেই শনাক্ত করেছিল। মঙ্গলবার বিকেল ৩টার সময় দেশটির উত্তর-পশ্চিম উপকূলীয় জলসীমা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই অস্ত্রের বিশ্লেষণ করছে এবং যে কোনও উত্তেজনা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে বলেও তারা জানিয়েছেন। এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়া স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যা তারা ‘নতুন হাইপারসনিক সিস্টেম’ হিসেবে দাবি করে। সর্বশেষ এই পরীক্ষা ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের গিয়ংজু শহরে আসন্ন বৈঠকের ঠিক আগে অনুষ্ঠিত হয়। সেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক কোঅপারেশন (এপেক) সম্মেলনও চলছে। ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন, তবে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, এমন বৈঠকের সম্ভাবনা খুবই কম। কিম সম্প্রতি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে অতীতের সাক্ষাতের ‘সুন্দর স্মৃতি’ মনে রাখেন, তবে যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের দাবি না করে, তবে তিনি আলোচনায় বসবেন। ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তাদের উচ্চপর্যায়ের পারমাণবিক আলোচনায় ব্যর্থতার পর থেকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আর কোনও আলোচনা করেনি। ট্রাম্প জাপানে থাকাকালে তিনি উত্তর কোরিয়ার হাতে অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের জানান, ‘যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে।’ উল্লেখ্য, ২০০২ সালে উত্তর কোরিয়া স্বীকার করেছিল যে তারা কয়েক দশক আগে ১৩ জন জাপানিকে অপহরণ করেছিল, যারা গুপ্তচরদের জাপানি ভাষা ও সংস্কৃতি শেখানোর জন্য ব্যবহার করা হয়েছিল। জাপান বলছে, মোট ১৭ জনকে অপহরণ করা হয়েছিল, এর মধ্যে পাঁচজন দেশে ফিরে এসেছে। বাকি আটজনের মৃত্যু হয়েছে বলে উত্তর কোরিয়া দাবি করে, আর চারজনের প্রবেশের বিষয় অস্বীকার করে। সূত্র: আল জাজিরা
প্রিন্ট





















