যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার আল আজহার বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হয়েছে। ইসরায়েলি আক্রমণের শুরু থেকে দুই বছর যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ছিল। এর মধ্যে যুদ্ধের ভয়াবহতা ভুলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হচ্ছেন। শুধু নতুন সেমিস্টারই নয়, তারা নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন। ইসরায়েলি আক্রমণের আগে উপত্যকায় ছিলো পঁচাশিটি বিশ্ববিদ্যালয় ও কলেজ, যেখানে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিলো দুই লাখের বেশি। আইডিএফের অবিচারী বোমাবর্ষণে গাজার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই এখন ধ্বংসস্তূপে পরিণত। যেগুলো কিছুটা টিকে রয়েছে, সেগুলোর কার্যক্রম চালু করতে ফিলিস্তিনিরা চেষ্টা করছেন।