খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু
- আপডেট সময় ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
ভারতের অন্ধ্রপ্রদেশে একাদশী উৎসবের সময় শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গা এলাকায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কমপক্ষে নয়জন ভক্তের মৃত্যু হয়। নিহতরা বেশিরভাগই নারী ও শিশু। শনিবার (১ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। একাদশীর বিশেষ পূজার জন্য ব্যাপক সংখ্যক ভক্ত মন্দিরে উপস্থিত হয়েছিলো, যার ফলে হঠাৎ করে প্রচুর ভিড় জমে যায়। এর ফলে আতঙ্কের সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে ঘটনাস্থলেই কিছু লোকের মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, শত শত মহিলা হাতে পূজার থালা নিয়ে সিঁড়িতে চাপা পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দিরের প্রাঙ্গণে অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করে বলেছেন, “শ্রীকাকুলামের কাসিবুগ্গায় ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হয়ে ভক্তদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।” তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে ত্রাণ ও উদ্ধার কাজের তদারকি করার আহ্বান জানান। রাজ্যমন্ত্রী নারা লোকেশও গভীর শোক প্রকাশ করে বলেন, “এই একাদশীর দিনে এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের গভীরভাবে আঘাত করেছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।” সূত্র: এনডিটিভি
প্রিন্ট














